Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিশেষ অর্জন

 

বিশেষ অর্জন

প্রশাসনিক কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে রাজশাহী জেলা প্রশাসনের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম। দীর্ঘ এই পথ পরিক্রমায় জেলা প্রশাসনের উদ্যোগে এবংপরিচালনায় বিভিন্ন সাফল্য অর্জিত হয়েছে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য অর্জন নিম্নরূপ:

রিভারভিউ কালেক্টরেট স্কুল

১৯৪৭সালে তদকালীন জেলা প্রশাসকমহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় রিভার ভিউকালেক্টরেট স্কুল। জেলা প্রশাসকের বাস ভবনের পাশে এবং পদ্মা নদীর তীরে রামপুরবোয়ালিয়া বাধের নিকটে অত্যন্তমনোরম পরিবেশে প্রতিষ্ঠিতহয় রিভার ভিউ কালেক্টরেট স্কুল। সূচনালগ্ন হতেই স্কুলটি জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে এবং সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হওয়ায় অতি অল্প সময়ের মধ্যে রাজশাহী জেলায় মানসম্মত শিক্ষা বিস্তারে এই স্কুলটি অবদান রাখছে।

বিয়ামমডেল স্কুল

২০০৮সালে রাজশাহীতে প্রতিষ্ঠিত হয় বিয়াম মডেল স্কুল। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে ও সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ ইন্সটিটিউট অব এডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট(বিয়াম) এর সহায়তায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় স্কুলটির কার্যক্রমশুরু হয়। তবে অতি অল্প সময়ের স্কুলটি নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হবে। বিয়াম মডেল স্কুল ইংরেজি মাধ্যমে পাঠদান করায় শিক্ষানগরী হিসাবে খ্যাত রাজশাহীর সুনাম অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কার্যালয়

রাজশাহীর জনপ্রশাসনের আরেকটি অর্জন। রাজশাহীতে বিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়।রাজশাহীতে বাংলাদেশ ইন্সটিটিউট অব এডমিনিস্ট্রেশন এন্ডম্যানেজমেন্ট(বিয়াম) ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।গত ২৭ ডিসেম্বর, ২০০৯ রাজশাহী মহানগরীর ঝাউতলা মোড়ের চন্ডিপুর মৌজায় ৩৬শতাংশ জমিতে বিয়ামের আঞ্চলিক কার্যালয়ের ভিত্তি প্রস্তরস্থাপন করেন মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোঃ হাফিজুর রহমান ভূঞা। উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেঅতিরিক্ত বিভাগীয় কমিশনার(সাধারণ) ও রাজশাহী বিভাগের ১৬ জেলার জেলা প্রশাসকগণ। রাজশাহী মহানগরীতে বিয়ামের আঞ্চলিক কার্যালয় স্থাপনের ফলে বিয়ামের কর্মপরিধি ও সেবারমান আরো উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা ব্যক্ত করেন।